যশোরের চৌগাছা থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্য গ্রেপ্তার হয়েছে। রোববার ভোরে চৌগাছা পৌরসভার পারবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় চোরচক্রের কাছ থেকে তিনটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) পায়েল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এই অভিযান চালায়। অভিযানে চৌগাছা পৌর এলাকার মাঠপাড়া মহল্লার টিপু সুলতানের ছেলে মুন্না মন্ডল (১৯) এবং উপজেলার মাশিলা গ্রামের মৃত কামাল হোসেনের ছেলে পারভেজ হোসেন সোহাগ (২৩) কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং উদ্ধারকৃত মোটরসাইকেলগুলো তাদের প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

