মেহেরপুর শহরের চক্রপাড়া এলাকায় স্বামী ইমাম হোসেনের গোপনাঙ্গ কেটে পালিয়ে গেছেন তার স্ত্রী নাসরিন খাতুন।শনিবার (২১ ডিসেম্বর) রাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
পলাতক স্ত্রী নাসরিন বরিশাল জেলার বাবুগঞ্জ থানার আব্দুস সামাদ সিকদারের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, পটুয়াখালীর দুমকি থানার মোতাহার হোসেনের ছেলে ইমাম হোসেনের সঙ্গে নাসরিনের বিবাহ হয়। দম্পতি চাকরির কারণে মেহেরপুর শহরের চক্রপাড়া এলাকার মনির হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। দীর্ঘদিন ধরে তাদের দাম্পত্য জীবনে কলহ ও মনোমালিন্য চলছিল। এরই ধারাবাহিকতায় এই মর্মান্তিক ঘটনার সূত্রপাত।
স্থানীয়রা জানান, স্বামীর গোপনাঙ্গ কাটার পর নাসরিন পালিয়ে যান। আশঙ্কাজনক অবস্থায় ইমাম হোসেনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবা রহমান বলেন, “আমাদের কাছে এ বিষয়ে অভিযোগ এসেছে। ঘটনার তদন্ত চলছে।”

