বেনাপোলে ভারতগামী যাত্রীর টাকা ছিনতাই: তিন দালাল গ্রেপ্তার

আরো পড়ুন

ভারতে চিকিৎসার উদ্দেশ্যে যাওয়ার পথে দুই পাসপোর্ট যাত্রীর কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে ৩৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগে বেনাপোল পোর্ট থানা পুলিশ তিন দালালকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে শোয়েব আক্তার (২৮), জাবের শেখের ছেলে শেখ রাহাদ অন্তর (৩৫) এবং ইউসুফ আলীর ছেলে আব্দুল কাদের (৩২)।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার কাঞ্চন গ্রামের বাসিন্দা মনোজ কুমার কর (৭০) তার মেয়ে অবন্তি করকে (২৭) নিয়ে শনিবার (২১ ডিসেম্বর) সকালে হৃদরোগের চিকিৎসার জন্য ভারতে যাওয়ার উদ্দেশ্যে বেনাপোল চেকপোস্টে আসেন। এ সময় কয়েকজন দালাল তাদের প্রাণনাশের হুমকি দিয়ে ওয়ান ব্যাংকের এটিএম বুথ সংলগ্ন একটি গলিতে নিয়ে যায় এবং এক লাখ টাকা চাঁদা দাবি করে। তারা যাত্রীদের কাছ থেকে ৩৫ হাজার টাকা ছিনিয়ে পালিয়ে যায়।

ঘটনার পর ভুক্তভোগীদের চিৎকারে স্থানীয়রা পুলিশে খবর দিলে, পুলিশ অভিযান চালিয়ে দালাল চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া বলেন, “ভুক্তভোগী অবন্তি কর গ্রেপ্তারকৃত তিনজনসহ এজাহারনামীয় ৫ জন ও অজ্ঞাতনামা আরও ৭-৮ জনের বিরুদ্ধে মামলা করেছেন। গ্রেপ্তারকৃতদের যশোর আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।”

আরো পড়ুন

সর্বশেষ