যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা বটতলার একটি বাগান থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে স্থানীয়রা বাগানে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত ব্যক্তির নাম আব্দুল কাশেম, যিনি ওই এলাকারই বাসিন্দা। পরিবার সূত্রে জানা যায়, তিনি শুক্রবার সকাল থেকে নিখোঁজ ছিলেন।
আব্দুল কাশেমের পরিবার ও স্থানীয়রা জানান, তিনি পেশায় একজন সাইকেল মেকানিক ছিলেন। প্রতিদিনের মতো শুক্রবার সকালেও তিনি বাড়ি থেকে বের হয়ে ওই বাগানে যান। সেখানে তিনি বাথরুম সেরে গোসল করতেন। তবে সেদিন আর বাড়ি ফেরেননি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। শনিবার সকালে স্থানীয় কয়েকজন বাগানে পাতা কুড়াতে গিয়ে তার মরদেহ দেখতে পান।
পরিবারের সদস্যরা আরও জানান, কাশেম দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং সম্প্রতি স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। শারীরিক অবস্থার অবনতির কারণে তিনি কাজও করতে পারতেন না।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে এখনো কিছু বলা সম্ভব নয়। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।

