ঝিকরগাছার গাজীর দরগাহ ফিলিং স্টেশনের সামনে একটি যাত্রীবাহী বাস দ্রুতগামী অবস্থায় এক মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। বাসটি পথচারী মোস্তাফিজুর রহমান বুলু মিয়া গাজী (৫০)-কে চাপা দিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা খায়। ঘটনাস্থলেই বুলু মিয়ার মৃত্যু হয়। দুর্ঘটনায় বাসের চালক শামসুর রহমানসহ প্রায় ১৫ জন যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। গুরুতর আহত অবস্থায় বাসের চালক ও মোটরসাইকেল আরোহীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং কয়েকজনকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ নয়ন বাবু জানান, স্থানীয় জনগণ তাদের ঘটনাস্থলে আসার আগেই অধিকাংশ আহতদের উদ্ধার করেছেন। ফায়ার সার্ভিস পরবর্তীতে বুলু মিয়ার মরদেহ উদ্ধার করে।
অন্যদিকে, মণিরামপুরের খেদাপাড়া সরসকাটি এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আফজাল হোসেন নামে এক যুবক নিহত হন। দুর্ঘটনায় ডুমদিয়া জামে মসজিদের ইমাম আহসান কবীর গুরুতর আহত হয়েছেন।
দুই স্থানের দুর্ঘটনা স্থানীয় প্রশাসন ও প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে নিশ্চিত করা হয়েছে।
জাগো/মেহেদী

