গুপ্তহত্যার প্রতিবাদে নড়াইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল

আরো পড়ুন

নড়াইলে গুপ্তহত্যার প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনাল থেকে শুরু হয়ে জেলা হাসপাতাল চত্বর প্রদক্ষিণ করে মিছিলটি শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন সংগঠনের নড়াইল জেলা শাখার আহ্বায়ক রাফায়েতুল হক তমাল এবং সদস্য সচিব শাফায়াত উল্লাহ।

সমাবেশে বক্তারা গুপ্তহত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান। তারা সম্প্রতি নিহত এআইইউবি শিক্ষার্থী ওয়াজেদ সীমান্ত, ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী তাজবির হোসেন শিহানসহ তিনজনের হত্যার ন্যায্য বিচার দাবি করেন। পাশাপাশি বক্তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিও তোলেন।

উল্লেখ্য, সমাবেশে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন এবং এ কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

 

আরো পড়ুন

সর্বশেষ