যশোরে শীতার্তদের মাঝে ইয়ামাহা রাইডার্স ক্লাবের শীতবস্ত্র বিতরণ

আরো পড়ুন

কনকনে শীত এবং ঘন কুয়াশায় অসহায় মানুষের কষ্ট সীমাহীন হয়ে পড়ে। শীতের মৌসুমে এসব দরিদ্র মানুষের অবস্থা আরও শোচনীয় হয়ে ওঠে। ইয়ামাহা রাইডার্স ক্লাব যশোরের সদস্যরা প্রতি বছরই শীতবস্ত্র বিতরণ করে, আর এবারও তারা শীতার্তদের পাশে দাঁড়িয়েছে।

২০ ডিসেম্বর শুক্রবার রাতে শহরের বিভিন্ন এলাকায়, যেমন রেলস্টেশন, মুজিব সড়ক, এবং মনিহার এলাকায় শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। ইয়ামাহা রাইডার্স ক্লাবের সদস্যরা শীতার্তদের দ্বারে দ্বারে গিয়ে কম্বল পৌঁছে দেন।

এ বিষয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব যশোরের এডমিন ইয়ামন আলম পিয়াল বলেন, “ইয়ামাহা রাইডার্স ক্লাব প্রতিষ্ঠার পর থেকেই প্রাকৃতিক দুর্যোগ এবং মহামারীতে অসহায় মানুষের পাশে কাজ করে আসছে। প্রতিবছরের মতো এবারও আমরা শীতবস্ত্র বিতরণ করছি।” তিনি আরও বলেন, “যতবারই শীতবস্ত্র বিতরণ করি, আমরা নতুন অভিজ্ঞতা অর্জন করি। কিছু মানুষ কৃতজ্ঞতায় চোখ ভেজায়, কেউ প্রার্থনা করে, আবার কেউ মাথায় হাত রেখে দোয়া দেয়। এসব মুহূর্তে আমাদের সকল কষ্ট ঘুচে যায়। এটি শুধুমাত্র সামাজিক দায়বদ্ধতা নয়, বরং আমাদের মানবিক মূল্যবোধের প্রতিফলন।”

এছাড়া তিনি এসিআই মটরস-এর এক্সিকিউটিভ ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস, আর এস এম সাউথ জোনের তানভীর সজীব, টেরিটোরি ম্যানেজার জহিরুল ইসলাম সুজন, এবং এস আর অরিয়ান মোটরস-এর ডিলার আবিদ রিফাতকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

ইয়ামাহা রাইডার্স ক্লাব যশোরের মডারেটর শরীফ বলেন, “আমরা সমাজের প্রতি দায়বদ্ধতার অংশ হিসেবে নানা কার্যক্রম গ্রহণ করি। এই শীতে ১০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে, এবং ভবিষ্যতেও আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।”

জাগো/মুমিত

 

আরো পড়ুন

সর্বশেষ