যশোরের মনিরামপুরে দুই মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে আসাবুর রহমান (১৪) নামে এক স্কুলছাত্রসহ দুইজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন।
দুর্ঘটনাটি ঘটে রোববার দুপুর সাড়ে ১২টায় যশোর-সাতক্ষীরা মহাসড়কের চালকিডাঙ্গা বাজারের কাছে সিটিকে বালিকা বিদ্যালয়ের সামনে। সংঘর্ষে আসাবুর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। আহত অবস্থায় তার বন্ধু ইমন হোসেন এবং ঠিকাদার হাফিজুর রহমানকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যান হাফিজুর রহমান।
নিহতদের পরিচয়:
- আসাবুর রহমান, সপ্তম শ্রেণির ছাত্র। তিনি ভোজগাতী ইউনিয়নের হুরগাতী গ্রামের কৃষক আহাদ আলীর ছেলে।
- হাফিজুর রহমান, পেশায় ঠিকাদার। তিনি যশোর সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের মুনছুর আলী মণ্ডলের ছেলে।
আহত ইমন হোসেন মনিরামপুরের চালকিডাঙ্গা গ্রামের আজহারুল ইসলামের ছেলে।
ঘটনার বিবরণ:
ফায়ার সার্ভিস, পুলিশ ও এলাকাবাসীর তথ্যমতে, আসাবুর ও ইমন মোটরবাইকে বেগারীতলা বাজার থেকে বাড়ি ফিরছিল। চালকিডাঙ্গা বাজারের কাছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যান অতিক্রম করার সময় মনিরামপুর থেকে আসা ঠিকাদার হাফিজুর রহমানের মোটরবাইকের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়।
এলাকায় শোকের ছায়া:
নিহত স্কুলছাত্র আসাবুরের পরিবারের ওপর নেমে এসেছে গভীর শোক। তার চাচা গ্রাম পুলিশ রুহুল আমিন জানান, মাত্র চার মাস আগে সড়ক দুর্ঘটনায় আসাবুরের পিতা পঙ্গু হয়ে চিকিৎসাধীন আছেন।
পুলিশের বক্তব্য:
মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ গাজী জানিয়েছেন, কোনো অভিযোগ না থাকায় এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

