মোবাইলে চার্জ দেওয়া নিয়ে সংঘর্ষে আহত অর্ধশত

আরো পড়ুন

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বর্ণি গ্রামে মোবাইল চার্জ দেওয়াকে কেন্দ্র করে গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ৫০ জন। গুরুতর আহত চার জনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার বিবরণ:
স্থানীয়রা জানান, শনিবার রাতে কোম্পানীগঞ্জের একটি দোকানে মোবাইল চার্জ দেওয়াকে কেন্দ্র করে দুই ব্যক্তির মধ্যে কথা কাটাকাটি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলতে থাকে রাত ৯টা পর্যন্ত। এ সময় বেশ কয়েকটি দোকান ভাঙচুর ও গাড়িতে আগুন দেওয়া হয়।

রাতে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে রোববার সকালে মাইকে ঘোষণা দিয়ে কোম্পানীগঞ্জ থানা সদর, বর্ণি এবং কাঁঠালবাড়ী গ্রামের বাসিন্দারা দেশীয় অস্ত্র নিয়ে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়েন।

আহত ও পরিস্থিতি:
কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান জানিয়েছেন, আহতদের মধ্য থেকে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশের পদক্ষেপ:
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। বর্তমানে কোম্পানীগঞ্জ এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এ ঘটনার পর থেকে এলাকায় আতঙ্কের পরিবেশ বিরাজ করছে, আর স্থানীয় প্রশাসন পুনরায় সংঘর্ষ এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ