চৌগাছায় পৌর জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

আরো পড়ুন

যশোরের চৌগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌর শাখার উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে সভাপতিত্ব করেন পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল খালেক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমির মাওলানা গোলাম মোরশেদ।

পৌর জামায়াতের সেক্রেটারি ডা. জিল্লুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহমেদ এবং জামায়াত নেতা আব্দুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে যে বিপ্লব সাধিত হয়েছে, তা রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তারা আরও বলেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণে জামায়াতে ইসলামীর কর্মীদের প্রস্তুতি নিতে হবে। একই সঙ্গে ২৭ ডিসেম্বর যশোর জেলা জামায়াতের কর্মী সমাবেশ সফল করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আহ্বান জানান।

আরো পড়ুন

সর্বশেষ