কুমিল্লার চৌদ্দগ্রামে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন এবং আরও আটজন আহত হয়েছেন। দুর্ঘটনাটি রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গাংরা-পদুয়া এলাকায় ঘটে।
স্থানীয়দের ভাষ্যমতে: চট্টগ্রাম থেকে ঢাকাগামী হানিফ সুপার পরিবহনের একটি বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই তিন যাত্রীর মৃত্যু হয় এবং আহত আটজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
পুলিশের বক্তব্য: মিয়া বাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মেহেদী হাসান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার কারণ নিয়ে তদন্ত চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।
এই মর্মান্তিক দুর্ঘটনা স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোকের ছায়া ফেলেছে। আহতদের অবস্থা সম্পর্কে জানতে স্থানীয় হাসপাতালগুলোর সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

