ঢাকায় এলেন নাসার প্রধান নভোচারী জোসেফ এম আকাবা

আরো পড়ুন

প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এসেছেন নাসার প্রধান মহাকাশচারী জোসেফ এম আকাবা। শিশুদের বিজ্ঞান ও মহাকাশ নিয়ে অনুপ্রাণিত করার লক্ষ্যে তিনি ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় প্লেপেন স্কুলে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে অংশ নেন।

রোববার (১৫ ডিসেম্বর) সকালে আয়োজিত এই অনুষ্ঠানটির শিরোনাম ছিল ‘এক্সপ্লোরিং স্পেস, ইন্সপায়ারিং ইয়ং মাইন্ডস’। আকাবার সফরকে বাংলাদেশের ইতিহাসে এক উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে, কারণ এই প্রথম নাসার কোনো প্রধান মহাকাশচারী এদেশ সফর করছেন।

অনুষ্ঠানে জোসেফ এম আকাবা শিশু শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তাদের মহাকাশ নিয়ে ভাবতে ও কৌতূহলী হতে উৎসাহিত করেন। শিক্ষার্থীদের আগ্রহ ও উচ্ছ্বাস ছিল লক্ষণীয়।

আলোচনার সময় মহাকাশ গবেষণার প্রাত্যহিক জীবন, বৈজ্ঞানিক উদ্ভাবন, এবং মহাকাশ অনুসন্ধানের মাধ্যমে প্রযুক্তিগত অগ্রগতির ভূমিকা সম্পর্কে তথ্য তুলে ধরা হয়। বিশেষভাবে, জলবায়ু সংকট মোকাবিলায় মহাকাশ প্রযুক্তির সম্ভাবনা নিয়ে আকাবা কথা বলেন।

এছাড়া, সফরের অংশ হিসেবে জোসেফ আকাবা একটি টেলিভিশন সাক্ষাৎকারে অংশ নেবেন। সেখানে তিনি বৈশ্বিক বিজ্ঞান ও প্রযুক্তিতে নাসার অবদান, এবং আর্টেমিস অ্যাকর্ডসের মাধ্যমে বাংলাদেশ কীভাবে মহাকাশ গবেষণা ও প্রযুক্তি উন্নয়নে সহযোগিতা করতে পারে, তা নিয়ে আলোচনা করবেন।

এই সফর বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার প্রসারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আরো পড়ুন

সর্বশেষ