আজ সারাদেশে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে মহান বিজয়ের ৫৩তম বার্ষিকী। দিনটির সূচনা হয়েছে ভোরে তোপধ্বনির মাধ্যমে। সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সকাল সাড়ে ৬টায় তিনি পুষ্পস্তবক অর্পণ করেন এবং শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন।
এ সময় সেনা, নৌ ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। বিউগলে করুণ সুর বেজে ওঠে। রাষ্ট্রপতি স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইতে স্বাক্ষর করেন।
সকাল ৭টা ১২ মিনিটে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পুষ্পস্তবক অর্পণ করেন। তার সঙ্গে ছিলেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা, তিন বাহিনীর প্রধান এবং অন্যান্য উপদেষ্টারা। পুষ্পস্তবক অর্পণের পর তিনিও শহীদদের প্রতি নীরব শ্রদ্ধা জানান।
যশোরে বিজয় দিবস উদযাপন
যশোরেও যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে বিজয় দিবস। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের সূচনা হয়। সকালেই জেলা প্রশাসক আজহারুল ইসলাম, পুলিশ সুপার জিয়াউদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এ এইচ এম মুযহারুল ইসলাম মন্টুর নেতৃত্বে বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গ বিজয় স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কগণসহ বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরাও এতে অংশ নেন।
মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি রাষ্ট্রীয় সালাম জানান পুলিশ সদস্যরা। জেলা প্রশাসনের উদ্যোগে শিশুদের প্রতিযোগিতা, হাসপাতাল ও কারাগারে উন্নতমানের খাবার পরিবেশন এবং মসজিদ-মন্দিরসহ বিভিন্ন উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।
১৯৭১ সালের মুক্তি সংগ্রামের বীর যোদ্ধারা অস্ত্র হাতে যুদ্ধ করে যে স্বাধীনতার রক্তিম সূর্য ছিনিয়ে এনেছিলেন, তাদের আত্মত্যাগের বিনিময়ে আজকের বিজয়। নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৬ ডিসেম্বর, ১৯৭১ সালে পাকিস্তানি হানাদারদের হাত থেকে মুক্ত হয়েছিল বাংলাদেশ।
আজ সেই গৌরবোজ্জ্বল দিন, মহান বিজয় দিবস। ৫৩ বছর আগে অর্জিত বিজয়ের এ দিনটি বাঙালি জাতির বীরত্বের অবিস্মরণীয় স্মৃতি বহন করে।
বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা পৃথক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন।

