চৌগাছায় রাবেয়া হত্যা মামলার প্রধান আসামি আটক

আরো পড়ুন

যশোর চৌগাছায় আলোচিত রাবেয়া বেগম হত্যা মামলার প্রধান আসামি তামিম হোসেনকে জনতা আটক করে গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ করেছে।

তামিমকে শুক্রবার দুপুরে চৌগাছা বাজার থেকে আটক করা হয়। বাঘারদাড়ি গ্রামের স্থানীয়রা তাকে চিনে ফেলে ধরে ফেলেন। এ সময় ভিড় জমে গেলে উত্তেজিত জনতা তামিমকে মারধর করে। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে যায়।

রাবেয়া বেগম হত্যার ঘটনা ঘটে ১০ ডিসেম্বর। ওই দিন তামিম হোসেনের বাড়ির টিউবওয়েলের পাশে একটি গর্ত থেকে রাবেয়ার লাশ উদ্ধার করেন তার মেয়ে। এ ঘটনায় রাবেয়ার স্বামী রবিউল ইসলাম প্রতিবেশী তাজুল ইসলামের ছেলে তামিম হোসেনকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

থানার অফিসার ইনচার্জ পায়েল হোসেন জানান, তামিমকে আটকের জন্য পুলিশ তৎপর ছিল। তিনি বেশ কয়েকবার স্থান পরিবর্তন করেন। অবশেষে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা সম্ভব হয়। বর্তমানে তিনি থানা পুলিশের হেফাজতে আছেন।

 

আরো পড়ুন

সর্বশেষ