শৈলকুপায় বিয়ে বাড়িতে গান বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫

আরো পড়ুন

শৈলকুপায় বিয়ে বাড়িতে উচ্চশব্দে গান বাজানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের আলমডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মাতব্বর হেলালের সমর্থক নাসিরের বাড়িতে বৃহস্পতিবার রাত থেকে উচ্চশব্দে মাইকে গান বাজানো হচ্ছিল, যা শুক্রবার সকালেও চলতে থাকে। এ সময় অপর মাতব্বর লিটনের সমর্থক মাহফুজ গান বন্ধ করতে বললে উভয়পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে দুপুর ১২টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে লিটন ও হেলালের সমর্থকরা সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের সাঈদ, মজনু, মাহফুজ, জামাল, হৃদয়, সাদ্দাম, সাহাদুল, নাজের, রত্নাসহ ১৫ জন আহত হন। সংঘর্ষের সময় উভয় পক্ষের বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়।

আহতদের শৈলকুপা ও ঝিনাইদহ সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, বর্তমানে গ্রামের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি বা কাউকে আটক করা হয়নি।

 

আরো পড়ুন

সর্বশেষ