যশোরে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪ অনুষ্ঠিত

আরো পড়ুন

যশোরে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের আয়োজনে মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার যশোর মিউনিসিপ্যাল প্রিপারেটরি উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা এ পরীক্ষায় যশোর সদরের বিভিন্ন স্কুল ও মাদরাসার চতুর্থ থেকে দশম শ্রেণির ১,০৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান—এই চারটি বিষয়ে মোট ২০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশন যশোর শাখার চেয়ারম্যান মোস্তফা কামাল। এছাড়া উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ যশোরের সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান, অ্যাডভোকেট আব্দুর রহমান, প্রিপারেটরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সবুর খান, শিশু সাহিত্যিক ও কবি জোবায়ের হোসেন।

পরীক্ষার ফলাফল ২০২৫ সালের জানুয়ারিতে স্থানীয় পত্রিকা ও কিশোরকণ্ঠ ফাউন্ডেশন যশোর শাখার ফেসবুক পেজে প্রকাশ করা হবে। আগামী ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে মেধাবৃত্তি প্রদান করা হবে।

 

আরো পড়ুন

সর্বশেষ