কালীগঞ্জে ডিঙ্গি নৌকা উল্টে দুই শিশুর মৃত্যু

আরো পড়ুন

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার হাসিলবাগ গ্রামে ডিঙ্গি নৌকা উল্টে চয়ন (৭) ও আবির (৬) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে বুড়িগঙ্গা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। নিহত চয়ন ওই গ্রামের শওকত আলীর ছেলে এবং আবির একই গ্রামের আবু সালেহের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে দুই বন্ধু চয়ন ও আবির মিলে গ্রামের বুড়িগঙ্গা নদীতে ডিঙ্গি নৌকায় চড়তে যায়। নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে তারা পানিতে তলিয়ে যায়। বিকেল গড়িয়ে গেলেও তারা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। সন্ধ্যার আগে এক প্রতিবন্ধী কিশোর জানায়, শিশু দুটিকে নদীর দিকে যেতে দেখেছে। পরিবারের লোকজন নদীর পাড়ে গিয়ে তাদের জুতা পড়ে থাকতে দেখে বিষয়টি সন্দেহজনক মনে করে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নদীতে তল্লাশি চালিয়ে শিশু দুটির মরদেহ উদ্ধার করে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সহিদুল ইসলাম জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

আরো পড়ুন

সর্বশেষ