শার্শা উপজেলার হরিণাপোতা বিলে বেনাপোল পৌরসভার সাবেক মেয়র আশরাফুল আলম লিটন এবং বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মফিজুর রহমানের দখলে থাকা ৩০০ বিঘা সরকারি খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার সকালে শার্শা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত ইয়াসমিনের নেতৃত্বে ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা এ অভিযান চালান। উদ্ধার করা জমির চারপাশে ২১০টি বাঁশের খুঁটিতে লাল পতাকা টাঙিয়ে সরকারের নিয়ন্ত্রণে নেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাজিব হাসান জানান, বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুর মৌজার হরিণাপোতা বিলে মোট ৯৮.৫৮ একর বা ৩০০ বিঘা খাস জমি রয়েছে। ২০১২ সাল থেকে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বেনাপোল পৌরসভার সাবেক মেয়র আশরাফুল আলম লিটন এবং বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মফিজুর রহমান এই জমি দখলে রেখে পুকুর কেটে মাছ চাষ করে আসছিলেন।
তিনি আরও জানান, হরিণাপোতা বিলে এখনও বেশকিছু খাস জমি বিভিন্ন মহলের দখলে রয়েছে। খুব শিগগিরই অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান চালিয়ে এসব জমিও দখলমুক্ত করা হবে।
স্থানীয় বিএনপির অভিযোগ, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের নেতারা প্রভাব খাটিয়ে এসব সরকারি খাস জমি দখলে রেখে মাছ চাষ করছিলেন। শার্শা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসান জহির বলেন, “হরিণাপোতা বিল একটি বড় বিল, যেখানে শত শত বিঘা খাস জমি রয়েছে। এর মধ্যে ৩০০ বিঘা জমি বেনাপোল পৌরসভার সাবেক মেয়র আশরাফুল আলম লিটন এবং বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মফিজুর রহমান অবৈধভাবে দখলে রেখেছিলেন। উপজেলা প্রশাসনের অভিযানে এ জমি সরকারের অনুকূলে ফেরত এসেছে।”
উল্লেখ্য, এর আগে একই এলাকায় সাবেক এমপি শেখ আফিল উদ্দিনের দখলে থাকা ১৩০ বিঘা খাস জমি উদ্ধার করে উপজেলা প্রশাসন। সেখানেও মাছ চাষের জন্য জমিতে পুকুর খনন করা হয়েছিল।
উপজেলা প্রশাসনের এমন উদ্যোগে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন এবং দখলদারদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

