বেনাপোলে বিএনপি নেতার বাড়িতে বোমা হামলা, আতঙ্কে স্থানীয়রা

আরো পড়ুন

যশোরের বেনাপোলে বিএনপি নেতার বাড়িতে বোমা হামলার অভিযোগ উঠেছে। সোমবার রাত ১১টা ৪৫ মিনিটের দিকে বেনাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি ও ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান এ এস এম মাহবুবুল (আলমগীর)-এর গাতিপাড়া মসজিদ সংলগ্ন বাসভবনে এ হামলার ঘটনা ঘটে।

এ প্রসঙ্গে এ এস এম মাহবুবুল (আলমগীর) জানান, দীর্ঘ ১৫-১৬ বছর ধরে মানুষের কল্যাণে কাজ করার কারণে হামলা ও মামলার শিকার হয়ে আসছেন তিনি। তার মতে, সাধারণ মানুষের পাশে দাঁড়ানো তার কার্যক্রম অনেকের কাছে অপছন্দনীয় হয়ে উঠেছে। তাকে ভয় দেখানোর উদ্দেশ্যে বাড়ির সামনে এই বোমা হামলা চালানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

ঘটনার পরপরই স্থানীয় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। অপরাধীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বস্ত করেন।

 

আরো পড়ুন

সর্বশেষ