যশোরে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে বিশ্ব মানবাধিকার দিবস। দিবসটি উপলক্ষে কালেক্টরেট চত্বরে বিভিন্ন সংস্থার উদ্যোগে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়।
রাইটস যশোর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শাহীন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক। আলোচনায় অংশ নেন বাঁচতে শেখার নির্বাহী পরিচালক অ্যাঞ্জেলা গোমেজ ও রাইটস যশোরের কর্মকর্তা সরোয়ার হোসেন।
আলোচনা শেষে প্রধান অতিথি বেলুন ও ফেস্টুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন। র্যালিটি কালেক্টরেট চত্বর থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে রাইটস যশোরের ঘোপ জেল রোড কার্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালিতে বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। এসব সংস্থার মধ্যে ছিল বাঁচতে শেখা, ব্লাস্ট, ঢাকা আহ্ছানিয়া মিশন, অর্পণ, আইন সহায়তা ফাউন্ডেশন, কেএমএসএস, সেভ সোসাইটি, ল্যাম্প, প্রাইড, সলিডারিটি সেন্টার এবং মহুয়া সমাজ কল্যাণ সংস্থা।
আলোচনা ও র্যালিতে অংশগ্রহণকারীদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোস্তফা হুমায়ুন কবির, অ্যাডভোকেট তাহমিদ আকাশ, জাকিয়া সুলতানা, প্রদীপ দত্ত, আসিফ আহসান খান, শাহনাজ খাতুন, খাদিজা খানম প্রমুখ। র্যালিতে অংশগ্রহণকারীরা মাথায় ক্যাপ পরেন এবং হাতে ফেস্টুন বহন করেন।
অপরদিকে, বিকেলে প্রেসক্লাব যশোরের সামনে মানবাধিকার কল্যাণ ট্রাস্টের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন বাদলউর রহমান জিয়া, দেলোয়ার হোসেন ও শফিকুল ইসলাম।
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত এসব কর্মসূচি মানবাধিকারের গুরুত্ব ও সচেতনতা বাড়াতে বিশেষ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

