যশোরের মণিরামপুরে জহুরুল ইসলাম (৪৫) নামে এক পাইপ ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। তিনি উপজেলার গোবিন্দপুর গ্রামের খোরশেদ আলীর ছেলে এবং দীর্ঘদিন ধরে কোনাকোলা বাজারে পাইপের ব্যবসা করছিলেন।
বুধবার সকালে উপজেলার চিনাটোলা-কোনাকোলা সড়কের বাটবিলা এলাকার একটি ফাঁকা মাঠ থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক ধারণা, পূর্ব শত্রুতার জের ধরে তাকে অন্য কোথাও হত্যা করে মরদেহ ওই স্থানে ফেলে রাখা হয়েছে। নিহতের মাথা ও মুখে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

