‘পুষ্পা টু’ দেখতে এসে ভক্তের মৃত্যু

আরো পড়ুন

ভারতের হায়দরাবাদে আল্লু অর্জুন অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা পুষ্পা টু-এর প্রিমিয়ার শো চলাকালে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। অভিনেতাকে সরাসরি দেখতে আসা ভক্তদের ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় পদপিষ্ট হয়ে ৩২ বছর বয়সী এক নারীর মৃত্যু হয় এবং তার ১৬ বছর বয়সী ছেলেও গুরুতর আহত হয়।

ঘটনাটি ঘটে যখন আল্লু অর্জুন থিয়েটারে প্রবেশ করছিলেন। নিহত নারীর পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিনেতা, তার নিরাপত্তা দল এবং থিয়েটার কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

এই ঘটনার পর আল্লু অর্জুন সংবাদ সম্মেলনে নিহতের পরিবারের কাছে ক্ষমা চান এবং তাদের জন্য ২৫ লক্ষ রুপি ক্ষতিপূরণের প্রস্তাব দেন। পাশাপাশি আহত ছেলেটির চিকিৎসার সমস্ত খরচ বহনের আশ্বাস দেন তিনি।

পুলিশ এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে, যাদের মধ্যে আছেন সন্ধ্যা থিয়েটারের মালিক এম সন্দীপ, ম্যানেজার এম নাগার্জু, এবং নিরাপত্তা প্রধান গন্ধকাম বিজয় চন্দর। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া, পুষ্পা টু-এর মুক্তিকে ঘিরে আরও কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তেলেঙ্গানার একটি সিনেমা হলে সিনেমাটি প্রদর্শন না করায় হল মালিককে হুমকি দেওয়া হয় এবং ছবির পরিচালক সুকুমারকেও মারধরের হুমকি দেন ক্ষত্রিয় কর্ণি সেনার প্রধান রাজ শেখাওয়াত।

এই ঘটনাগুলো পুষ্পা টু-এর চারপাশে উত্তেজনার মাত্রা আরও বাড়িয়ে তুলেছে, যা চলচ্চিত্রের প্রতি ভক্তদের আবেগপ্রবণ প্রতিক্রিয়া প্রকাশ করে।

আরো পড়ুন

সর্বশেষ