যশোর জেলার স্বেচছাসেবক লীগ নেতা সমীর কুন্ডু ও আওয়ামী লীগ নেতা জসীম আটক

আরো পড়ুন

যশোরে নাশকতা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সমীর কুন্ডু ও স্থানীয় আওয়ামী লীগ নেতা জসীম উদ্দিনকে আটক করেছে পুলিশ। ৮ ডিসেম্বর সন্ধ্যায় যশোর শহরের মুসলিম একাডেমি মোড়ে বুক কর্নারের ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকা অবস্থায় সমীর কুন্ডুকে আটক করা হয়। এর আগে, ৭ ডিসেম্বর রাতে যশোর উপশহর ইউনিয়ন পরিষদের মেম্বার ও স্থানীয় আওয়ামী লীগ নেতা জসীম উদ্দিনকেও আটক করা হয়।

কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল জানিয়েছেন, তাদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা ও সংঘটনের অভিযোগ রয়েছে। এ মামলায় তাদের আদালতে চালান দেয়া হবে।

জানা গেছে, সম্প্রতি কোতোয়ালি থানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে পাঁচটি মামলা হয়েছে। এসব মামলায় প্রায় ৩০০ জনের নাম উল্লেখ করে এবং আরও ৫০০ জনকে অজ্ঞাত আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। আসামি গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জসীম উদ্দিন এলাকায় স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের জন্য পরিচিত ছিলেন, বিশেষ করে কবর খোঁড়ার কাজে তার সুনাম রয়েছে।

জাগো / মেহেদী

আরো পড়ুন

সর্বশেষ