মোদিকে হত্যার হুমকি!

আরো পড়ুন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আবারও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। মুম্বাই ট্র্যাফিক পুলিশের হেল্পলাইন নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠানো একটি বার্তায় এ হুমকি দেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, বার্তাটি যে নাম্বার থেকে পাঠানো হয়েছে, সেটি রাজস্থানের আজমির থেকে পরিচালিত বলে শনাক্ত করা হয়েছে। হুমকির বার্তায় পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের নাম উল্লেখ করে বোমা বিস্ফোরণের মাধ্যমে মোদিকে হত্যার পরিকল্পনার কথা বলা হয়। তবে এ বিষয়ে পুলিশ বিস্তারিত কিছু জানায়নি।

বার্তা পাওয়ার পরপরই মুম্বাই পুলিশের একটি দল অভিযুক্তকে গ্রেপ্তারে আজমিরের উদ্দেশে রওনা হয়েছে। এ ঘটনায় মুম্বাই থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে।

পুলিশের ধারণা, অভিযুক্ত ব্যক্তি মানসিকভাবে অসুস্থ হতে পারেন বা মত্ত অবস্থায় বার্তাটি পাঠিয়ে থাকতে পারেন। এর আগে, মুম্বাই ট্র্যাফিক পুলিশের হেল্পলাইন নাম্বারে একাধিকবার ভুয়া হুমকি বার্তা পাঠানোর ঘটনা ঘটেছে। দিন দশেক আগেও বলিউড অভিনেতা সালমান খানকে হত্যার হুমকি দিয়ে একই হেল্পলাইন নাম্বারে মেসেজ পাঠানো হয়েছিল।

গত মাসের শেষ দিকে মুম্বাই পুলিশের কাছেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার পরিকল্পনার হুমকি ফোন আসে। ওই ঘটনায় ৩৪ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করা হয়। পরে পুলিশ জানায়, ওই নারী মানসিকভাবে অসুস্থ ছিলেন। বর্তমানে মুম্বাই পুলিশ সর্বশেষ হুমকির ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করছে।

 

আরো পড়ুন

সর্বশেষ