যশোর জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মুনির হোসেন টগরকে আটক করেছে ডিবি পুলিশ। শনিবার দুপুরে যশোর শহরের চৌরাস্তা মোড়ের তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান হ্যানিম্যান হোমিও ফার্মেসি থেকে তাকে আটক করা হয়। প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, ওই সময় ডিবি পুলিশের একটি টিম সেখানে গিয়ে তাকে গ্রেপ্তার করে এবং পরে ডিবি কার্যালয়ে নিয়ে যায়। আটক সৈয়দ মুনির হোসেন টগর পশ্চিম বারান্দীপাড়ার মৃত সৈয়দ মহসিন আলীর ছেলে। ডিবি পুলিশের এসআই খান মাইদুল ইসলাম রাজিব জানিয়েছেন, কর্তৃপক্ষের নির্দেশে তাকে আটক করা হয়েছে।

