জামায়াতে ইসলামী যশোর শহর শাখার আমীরের শপথ গ্রহণ ও রোকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেল ৩টায় যশোর শহরের ঢাকা রোড এলাকায় নবনির্বাচিত শহর আমীরের শপথ গ্রহণ ও শূরা নির্বাচন উপলক্ষে রোকন সম্মেলন আয়োজন করা হয়। এতে দলের যশোর শহর শাখার নবনির্বাচিত আমীর অধ্যাপক শামছুজ্জামানকে শপথ পাঠ করান জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, সহকারী সেক্রেটারি বেলাল হুসাইন, গোলাম কুদ্দুস ও রেজাউল করিম। এ ছাড়া জেলা কর্মপরিষদের সদস্য অধ্যাপক মুনির আক্তার, মাওলানা শিহাব উদ্দিন এবং নুর ই আলী নুর মামুন উপস্থিত ছিলেন।
পৌর দক্ষিণ থানার আমীর মাওলানা ইসমাইল হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন থানা কর্ম ও শূরা সদস্য বদরুজ্জামান, উত্তরের সেক্রেটারি আব্দুর রহমান এবং পৌর সাংগঠনিক কেএম আশরাফুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন ইমরান হোসেন। শূরা নির্বাচন পরিচালনা করেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান। শহর শাখার ৩২১ জন সদস্য ২০২৫-২০২৬ সেশনের জন্য শহর থানার শূরা নির্বাচনে তাদের ভোট প্রদান করেন।
অন্যদিকে, যশোর সদর উপজেলার নবনির্বাচিত আমীর অধ্যাপক অশরাফুল আলীর শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাকে শপথ পাঠ করান জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল। পরে সদর উপজেলার রোকন সম্মেলন অনুষ্ঠিত হয়।

