যশোর জেলা যুবলীগের সহ-সভাপতি মনির হোসেন টগরসহ পাঁচজনকে কারাগারে পাঠানো হয়েছে। টগর শহরের পশ্চিম বারান্দিপাড়ার মৃত মহাসিন আলীর ছেলে।
অন্যদের মধ্যে রয়েছেন উপশহর এ-ব্লক এলাকার মৃত এতিমুল হকের ছেলে জসিম উদ্দিন, ভগবতীপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে লাভলু, মণিরামপুর উপজেলার গাঙড়া গ্রামের অসিত দেবনাথের ছেলে রমেশ দেবনাথ এবং চুড়ামনকাটি গ্রামের হামিদ মণ্ডলের ছেলে মোফাজ্জেল হোসেন। এদের মধ্যে জসিম উদ্দিন নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য।
পুলিশ জানায়, শনিবার রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই পাঁচজনকে আটক করা হয়। মনির হোসেন ও জসিম উদ্দিনকে বিএনপি কার্যালয় পোড়ানোর মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বাকি তিনজনকে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে হামলা এবং বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার মামলায় আটক দেখানো হয়েছে।
রোববার দুপুরে তাদের আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জাগো/মেহেদী

