সিলেটের সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযানে ভারতীয় রয়েল এনফিল্ড মোটরসাইকেল ও মাদকদ্রব্যসহ প্রায় কোটি টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে সিলেট সেক্টরের জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী, পিএসসি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪ ও ৫ ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল জৈন্তাপুর, কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১২,০০০ কেজি ভারতীয় চিনির গুড়া, ৩,৫৮০ কেজি চিনি, ১০০ কেজি নিম্নমানের তাল মিছরি, ১টি রয়েল এনফিল্ড মোটরসাইকেল, ১৬০ পিস ইয়াবা, ৭২টি কাতান শাড়ি, ৯টি কম্বল এবং একটি টাটা ট্রাক জব্দ করা হয়। এসব পণ্যের মোট মূল্য আনুমানিক ৬৩ লাখ ২৯ হাজার টাকা।
অন্য এক অভিযানে জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্ত এলাকা থেকে ৬,৩০০ কেজি চিনি, ৫৪টি শাড়ি, ১২টি কম্বল, ৯টি মহিষ, ৫০৬ পিস কাশ্মীরি রুমাল, ১৬০ কেজি নিম্নমানের চা-পাতা, একটি পালসার মোটরসাইকেল ও একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়। এসবের বাজারমূল্য প্রায় ২৯ লাখ ৯৮ হাজার ২০০ টাকা। সব মিলিয়ে জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য ৯৩ লাখ ২৭ হাজার ২০০ টাকা।
লেফটেন্যান্ট কর্নেল আসাদুন্নবী জানান, সীমান্তের সুরক্ষা নিশ্চিত করতে এবং চোরাচালান রোধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। জব্দকৃত পণ্যগুলোর বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

