ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু এবং ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবুকে পৃথক দুটি হত্যা মামলায় রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আব্দুস সালাম ও তরিকুল ইসলাম হত্যার সঙ্গে জড়িত অভিযোগে তাদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২০১৩ সালের একটি সংঘর্ষের ঘটনায় হেফাজতে ইসলামের নেতা আব্দুস সালাম নিহত হন। এ ঘটনায় নিহতের শ্বশুর এ বছর আগস্টে মামলা দায়ের করেন। অন্যদিকে, ২০১৫ সালে তরিকুল ইসলামকে কুপিয়ে হত্যার মামলায়ও এই দুই নেতাকে রিমান্ডে নেওয়া হয়েছে।
এই দুই নেতা ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলায় আগেই গ্রেফতার ছিলেন।
জাগো/মেহেদী

