চট্টগ্রাম আদালতের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন (৩৮) কিশোরগঞ্জের ভৈরব থেকে গ্রেপ্তার হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) রাত ১১:৪৫ টার দিকে ভৈরব বাজার রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ভৈরব থানা ও চট্টগ্রামের কোতোয়ালি থানা পুলিশের যৌথ অভিযানে চন্দনকে আটক করা হয়। বিষয়টি ভৈরব থানার ওসি মো. শাহিন নিশ্চিত করেছেন।
চন্দন চট্টগ্রাম বান্ডেল রোডের সেবক কলোনির মেথরপট্টি এলাকার মৃত ধারীর ছেলে। ওসি শাহিন জানান, চন্দন চট্টগ্রাম থেকে ট্রেনে ভৈরব এসে স্টেশনে ঘোরাঘুরি করছিলেন। তার পরিকল্পনা ছিল রাতে শ্বশুরবাড়িতে আশ্রয় নেওয়ার। তথ্যপ্রযুক্তির মাধ্যমে তার অবস্থান নিশ্চিত হলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন এবং শিগগিরই চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, গত ২৬ নভেম্বর চট্টগ্রামের এসি দত্ত রোডে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় আলিফের বাবা জামাল উদ্দিন ৩১ জনের নাম উল্লেখ করে এবং আরও ১০-১৫ জন অজ্ঞাতনামাকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন। মামলার প্রধান আসামি চন্দন পলাতক ছিলেন। পুলিশ ইতোমধ্যে ৯ জনকে গ্রেপ্তার করেছে।
অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

