যশোরের লেবুতলায় ১৩ বছর পর যুবদল নেতা আবু সিদ্দিকের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। পারিবারিক আবেদনের ভিত্তিতে আদালত এ নির্দেশ দেন।
বুধবার সকালে সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ উদ্দিন আহমেদের উপস্থিতিতে মরদেহ উত্তোলনের সময় ৩২টি হাড় পাওয়া যায়। সেগুলো সুরতহাল শেষে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত সিদ্দিক যশোর সদরের লেবুতলা ইউনিয়নের বলেশ্বরপুর গ্রামের মৃত হায়দার আলীর ছেলে।
নিহতের পরিবারের অভিযোগ, ২০১১ সালের ১৮ ফেব্রুয়ারি স্থানীয় কিছু ব্যক্তি সিদ্দিককে চিত্রা নদীর পাড়ে ধরে এলোপাতাড়ি মারধর করে এবং বিষাক্ত পদার্থ খাওয়ায়। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
হত্যাকাণ্ডের জন্য অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হলেও দীর্ঘদিন বিচার প্রক্রিয়া বন্ধ ছিল। সম্প্রতি রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের পর নিহতের পরিবার বিচার দাবিতে আবারও আদালতের শরণাপন্ন হয়। মামলার পরিপ্রেক্ষিতে কবর থেকে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য তৈরি হয়েছে, এবং নিহতের স্বজনেরা সুষ্ঠু বিচার দাবি করেছেন।

