চিন্ময় দাসের জামিন শুনানি পেছাল এক মাস

আরো পড়ুন

বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি এক মাস পিছিয়ে ২০২৫ সালের ২ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক সাইফুল ইসলাম এ সিদ্ধান্ত দেন।

আসামিপক্ষের কোনো আইনজীবী উপস্থিত না থাকায় এবং চিন্ময় দাসকে আদালতে হাজির না করায় রাষ্ট্রপক্ষ শুনানি পেছানোর আবেদন করে, যা আদালত মঞ্জুর করেন।

এ বিষয়ে সনাতন জাগরণ মঞ্চের সমন্বয়ক স্বতন্ত্র গৌরাঙ্গ দাস জানান, সংগঠনের প্রায় সব আইনজীবীকেই মামলার আসামি করা হয়েছে। এমনকি পূর্ববর্তী শুনানিতে অংশ নেওয়া এক আইনজীবীর চেম্বার ভাঙচুর ও তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। কারাগারে থাকা চিন্ময়ের অবস্থা জানতে বা দেখা করতে গেলেও ভক্তদের গ্রেপ্তার করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

শুনানিকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশ, সেনাবাহিনী এবং র‍্যাব সদস্যদের সতর্ক অবস্থান এবং তল্লাশি কার্যক্রম চালানো হয়।

আরো পড়ুন

সর্বশেষ