অভয়নগরে ৩টি ট্রাক বোঝাই ২৪২০ বস্তা সরকারি ভর্তুকির সার উদ্ধার

আরো পড়ুন

যশোরের অভয়নগর উপজেলায় সরকারের ভর্তুকির ২,৪২০ বস্তা চায়না ডিএপি সারসহ তিনটি ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত তিন ডিলারের বিরুদ্ধে সোমবার (৩ ডিসেম্বর) রাতে উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রসেন মণ্ডল বাদী হয়ে অভয়নগর থানায় একটি মামলা দায়ের করেছেন।

আসামিরা হলেন রাজবাড়ীর বালিয়াকান্দির মেসার্স সোহাগ এন্টারপ্রাইজের মালিক একেএম আমিরুল ইসলাম, গোয়ালন্দের মেসার্স সপ্তবর্ণা ট্রেডার্সের মালিক রনজিত কুমার সরকার এবং কুষ্টিয়ার দৌলতপুরের ইউনিভার্সাল ট্রেডের মালিক মিজানুর রহমান।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে নওয়াপাড়া রাজঘাট এলাকা থেকে তিনটি ট্রাকে ২,৪২০ বস্তা ডিএপি সার অন্য উপজেলায় বিক্রির উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। তবে স্থানীয় লোকজন ও আমদানিকারকরা বিষয়টি টের পেয়ে ট্রাকগুলো আটক করেন। পরে উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন ঘটনাস্থলে গিয়ে সংশ্লিষ্ট ডিলারদের বৈধ কাগজপত্র দেখানোর অনুরোধ করেন। ডিলাররা প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হন।

নওয়াপাড়ার সার ব্যবসায়ী আফজাল হোসেন জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র সরকারি ভর্তুকির সার কালোবাজারে বেশি দামে বিক্রি করছে। এ ধরনের কার্যক্রম বন্ধ করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন বলেন, ডিলাররা বরাদ্দপত্রের ভিত্তিতে সাইফুল্লাহ তাকওয়া নামক আমদানিকারকের মাধ্যমে সার গ্রহণ করেছিলেন। তবে বরাদ্দকৃত সার সঠিক স্থানে বিতরণ না করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে অন্যত্র সরানোর চেষ্টা করা হঐচ্ছিল। এরই মধ্যে ট্রাকগুলো আটক করা হয়।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমাদুল করিম বলেন, জব্দকৃত সারের মালিক তিন ডিলারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

আরো পড়ুন

সর্বশেষ