মীমাংসা পছন্দ না হওয়ায় ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

আরো পড়ুন

চুয়াডাঙ্গায় ছাত্রদলের নেতা ফয়সাল হোসেন বিদ্যুৎ (২৪) ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে পৌর এলাকার মাথাভাঙ্গা ব্রিজের কাছে এ হামলার ঘটনা ঘটে। বিদ্যুৎ চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং শহরতলির দৌলতদিয়াড় গ্রামের মহর আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীদের মতে, বিদ্যুৎ বজলুর চায়ের দোকানে বসা অবস্থায় কয়েকজন যুবক এসে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিদ্যুতের ঘনিষ্ঠ সূত্রগুলো জানায়, একটি ত্রিভুজ প্রেমঘটিত বিষয়ে মীমাংসা করার দায়িত্বে ছিলেন তিনি। তবে মীমাংসার ফল প্রত্যাশিত না হওয়ায় একই এলাকার আকাশ, মেন্টাল তমাল এবং রবিনসহ কয়েকজন যুবক ক্ষুব্ধ হয়ে এ হামলা চালায়। অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা যুবলীগের কর্মী এবং মাদকাসক্ত।

চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল এক বিবৃতিতে হামলার তীব্র নিন্দা জানিয়েছে। তারা দাবি করেছে, বিদ্যুতের ওপর হামলা স্থানীয় যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের মাদকাসক্ত ক্যাডাররা চালিয়েছে। বিবৃতিতে ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তারের আল্টিমেটাম দেওয়া হয়েছে। অন্যথায়, যেকোনো পরবর্তী পরিস্থিতির জন্য ছাত্রদল দোষীদের দায়ী করবে বলে উল্লেখ করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি হোসেন আলী জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ হামলা নিয়ে স্থানীয় রাজনীতিক পরিবেশে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ছাত্রদলের পক্ষ থেকে দ্রুত বিচারের দাবি জানানো হয়েছে।

জাগো/

আরো পড়ুন

সর্বশেষ