বাংলাদেশের মানুষ তাদের মাথার ওপর কারও দাদাগিরি একদম পছন্দ করে না।জামায়াতে আমির

আরো পড়ুন

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনার উল্লেখ করেন, ভারত নিজ দেশে প্রতিবেশী দেশের কূটনৈতিক মিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এমন পরিস্থিতিতে ভারতের বাংলাদেশ নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়ে কথা বলার কোনো অধিকার নেই। শফিকুর রহমান বাংলাদেশের জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান এবং বলেন, জাতীয় ঐক্যই এর কার্যকর প্রতিরোধ হতে পারে।

ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় উগ্র একটি গোষ্ঠী বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালায়। তারা বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলে এবং সাইনবোর্ডে আগুন ধরিয়ে দেয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দুঃখ প্রকাশ করলেও বিষয়টি দুই দেশের সম্পর্ককে সংবেদনশীল করে

এই ঘটনার মাধ্যমে দলটি জাতীয় স্বার্থে ঐক্যের আহ্বান জানিয়ে জনগণকে সতর্ক থাকতে বলেছে। তাদের মতে, বাংলাদেশের অভ্যন্তরীণ শান্তি ও স্বার্বভৌমত্ব বজায় রাখতে দাদাগিরি বরদাশত করা হবে না।

ডা. শফিকুর রহমানের মন্তব্য ভারতের সাম্প্রতিক কর্মকাণ্ডের প্রতি একটি কঠোর প্রতিক্রিয়া হিসেবেই বিবেচিত।

আরো পড়ুন

সর্বশেষ