গত সোমবার (২ ডিসেম্বর) ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন অফিসে হিন্দুত্ববাদী একটি সংগঠনের সদস্যরা হামলা চালান। তারা বাংলাদেশ জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলে, সাইনবোর্ড ভেঙে আগুন ধরিয়ে দেয়। এ হামলা বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের ওপর কথিত নির্যাতন এবং চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে করা হয় বলে তারা দাবি করে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে। তারা জানিয়েছে, কূটনৈতিক স্থাপনায় হামলা অগ্রহণযোগ্য এবং কনস্যুলার সম্পত্তি সুরক্ষায় পদক্ষেপ নেওয়া হবে। এদিকে, নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ও অন্যান্য কনস্যুলার অফিসগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এ ঘটনার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তাৎক্ষণিকভাবে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন। রাত ৯টায় রাজু ভাস্কর্যে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়।
উপদেষ্টা আসিফ মাহমুদের বক্তব্য ও ছাত্র আন্দোলনের আহ্বান এই ইস্যুতে উভয় দেশের মধ্যকার সংবেদনশীল পরিস্থিতিকে আরও আলোচনায় নিয়ে এসেছে।