মাগুরার আঠারোখাদা গ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে বাবা সুরমান শেখ (৫৫) নিহত হয়েছেন। রবিবার সকালে মৌলবীবাজার গোরস্থান পাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের ছেলে মোফিজুর শেখ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। মাদকের টাকা জোগাড় করতে প্রায়ই বাবার ওপর চাপ সৃষ্টি করে জমি বিক্রি করতে বলতেন। রবিবার সকালে বাড়িতে কেউ না থাকার সুযোগে মোফিজুর ধারালো ছুরি দিয়ে ঘরের বারান্দায় বসে থাকা বাবার ওপর আঘাত করেন।
আহত অবস্থায় স্থানীয়রা সুরমান শেখকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানিয়েছেন, মাদক কেনার টাকা না পেয়ে ছেলের এই নৃশংস আক্রমণ ঘটে। ঘটনার পর মোফিজুর পালিয়ে যান। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্য ও স্থানীয়রা এমন নৃশংস হত্যাকাণ্ডে হতবাক। মাদকের ভয়াবহ প্রভাব সম্পর্কে জনসচেতনতা ও প্রতিরোধের দাবি উঠেছে স্থানীয়ভাবে।
পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এবং দ্রুত অভিযুক্ত মোফিজুরকে আইনের আওতায় আনার চেষ্টা করছে।
জাগো/মেহেদী