জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী সবিতা শিবন্নার ঝুলন্ত মরদেহ উদ্ধার

আরো পড়ুন

দক্ষিণ ভারতের চলচ্চিত্র ও টেলিভিশন জগতে শোকের ছায়া। রোববার হায়দরাবাদের নিজ বাসা থেকে অভিনেত্রী সবিতা শিবন্নার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মাত্র ৩০ বছর বয়সে শেষ হলো এই প্রতিভাবান তারকার জীবন।

পুলিশ জানায়, তেলেঙ্গানার রাঙ্গারেড্ডি জেলার কোন্ডাপুর এলাকার নিজ অ্যাপার্টমেন্ট থেকে সবিতার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গান্ধী হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ একটি মামলা করেছে এবং তদন্ত শুরু হয়েছে।

সবিতা শিবন্না কন্নড় সিনেমা ও টিভি সিরিয়ালের একজন জনপ্রিয় মুখ ছিলেন। তাঁর অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে ইরাডোন্ডলা মুরু, এটিএম: অ্যাটেম্পট টু মার্ডার, ওন্ধ কাথে হেলা, জ্যাকপট এবং বন্দনা। টেলিভিশনে গালিপাতা, মঙ্গলা গৌরী, কোগিলে, ব্রহ্মগন্তু, এবং কৃষ্ণা রুক্মিণী সিরিয়ালে তাঁর অভিনয় দর্শকদের হৃদয় ছুঁয়েছিল।সবিতার আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সহকর্মী ও ভক্তরা। দক্ষিণের চলচ্চিত্র জগতে তাঁর মৃত্যু এক অপূরণীয় ক্ষতি হিসেবে ধরা হচ্ছে।

২০২৪ সালে বিনোদন জগতে একের পর এক তারকার অকাল প্রয়াণের ঘটনা নতুন করে ভাবিয়ে তুলেছে সমাজকে। যৌন সহিংসতা ও মানসিক চাপ নিয়ে আলোচনা ক্রমশ বাড়ছে। সবিতার মৃত্যুর কারণ নিয়ে তদন্ত চলছে।সবিতার মৃত্যু দক্ষিণ ভারতের চলচ্চিত্র জগতে এক গভীর শোকের ছাপ রেখে গেল।

আরো পড়ুন

সর্বশেষ