গিনির এনজেরেকোরে একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে। রেফারির একটি বিতর্কিত সিদ্ধান্তকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত ঘটে, যা পরে স্টেডিয়ামের বাইরেও ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতা থানায় আগুন ধরিয়ে দেয়, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
রেফারির সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে সমর্থকদের একটি দল মাঠে ঢুকে পড়ে। এর পরপরই দু’পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ ধীরে ধীরে ভয়াবহ রূপ নেয়, এবং তা স্টেডিয়ামের বাইরে এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। স্থানীয় থানায় আগুন ধরিয়ে দেওয়া হয়।
স্থানীয় হাসপাতাল সূত্রে জানা গেছে, অন্তত ১০০ জন নিহত হয়েছেন। মৃতদেহ হাসপাতালের মর্গে স্থান সংকুলান না হওয়ায় মেঝেতে রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের সংখ্যা অনেক এবং পরিস্থিতি অত্যন্ত সংকটপূর্ণ।
সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মাঠে সংঘর্ষ ও মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে। মাঠে উপস্থিত এক দর্শক জানান, রেফারির সিদ্ধান্তের পরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সমর্থকরা মাঠে ঢুকে পড়েন এবং সংঘর্ষ শুরু হয়।
এই ফুটবল ম্যাচ আয়োজন করা হয়েছিল গিনির জুনটা নেতা মামাদি দৌমবৌয়াকে সংবর্ধনা দেওয়ার জন্য। ২০২১ সালে ক্ষমতা দখল করে নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেন মামাদি। আগামী বছর প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন তিনি।
গিনির রাজনৈতিক অস্থিরতার মধ্যে ফুটবল মাঠে এমন ভয়াবহ সংঘর্ষ দেশকে আরও সংকটের মুখে ফেলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে, তবে উত্তেজনা পুরোপুরি প্রশমিত হয়নি। আন্তর্জাতিক মহল থেকেও এই ঘটনার নিন্দা জানানো হচ্ছে।