মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেন থেকে তরুণী সাহিদা ইসলাম রাফা (২২) ওরফে সাহিদা আক্তারের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধারের ঘটনায় তার প্রেমিক তৌহিদ শেখ তন্ময়কে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে ভোলার ইলশা এলাকা থেকে তাকে রিভলবারসহ আটক করা হয়।
ডিবির এসআই আবুল কালাম আজাদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তৌহিদ হত্যার কথা স্বীকার করেছে। সোমবার সকালে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের একটি পুকুর থেকে হত্যায় ব্যবহৃত রিভলবার উদ্ধার করা হয়। ডিবি এখন লুন্ঠিত মালামাল উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
সাহিদা ময়মনসিংহের কোতোয়ালী থানার বেগুনবাড়ি বরিবয়ান গ্রামের প্রয়াত আব্দুল মোতালেবের মেয়ে। তিনি পরিবারসহ ঢাকার ওয়ারী এলাকায় বসবাস করতেন। পরিবারের পাঁচ ভাইবোনের মধ্যে তিনি ছিলেন তিন বোনের একজন।শনিবার সকালে শ্রীনগর উপজেলার দোগাছি এলাকার এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে সাহিদার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের মা জরিনা খাতুন ওই দিন রাতেই শ্রীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এই ঘটনায় পুলিশ দ্রুত অভিযানে নামলে তৌহিদকে গ্রেফতার করা সম্ভব হয়। তদন্ত চলছে, এবং ডিবি বাহিনী ঘটনার বিস্তারিত খতিয়ে দেখছে।