যশোর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলছে সমিতির এক নম্বর ভবনে। নির্বাচন উপলক্ষে আদালত পাড়ায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। প্রার্থীরা আইনজীবী ভবনের সামনে ছোট ছোট টেন্ট বসিয়ে তাদের প্রচারণা চালাচ্ছেন।
এবারের নির্বাচনে ১৩টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ২৭ জন প্রার্থী। বরাবরের মতোই সভাপতি ও সাধারণ সম্পাদক পদ নিয়ে আলোচনা তুঙ্গে। এই দুটি পদে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী দুইজন: আবু মোত্তর্জা ছোট ও খন্দকার মোয়াজ্জেম হোসেন মুকুল।
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী চারজন: এম এ গফুর, খালেদ হাসান জিউস, আ ক ম মনিরুল ইসলাম এবং মো. হাদিউজ্জামান সোহাগ।
অন্যান্য পদে প্রার্থীরা হলেন:
- সহ-সভাপতি (২টি পদ): আব্দুল লতিফ মোড়ল, গোলাম মোস্তফা, আলমগীর কবির, মনজুর কাদের আশিক।
- যুগ্ম-সম্পাদক: নুর আলম পান্নু ও ওয়াজিউর রহমান।
- সহকারী সম্পাদক (২টি পদ): বোরহান উদ্দিন সিদ্দিকী, আশরাফুল আলম ও সেলিম রেজা।
- গ্রন্থাগার সম্পাদক: ইলিয়াস সাদত শাহাদৎ, রুহুল কুদ্দুস তপু ও এস এম শাহয়িার হক।
- নির্বাহী সদস্য (৫টি পদ): মাধবেন্দ্র অধিকারী, এনামুল আহসান টিটুল, তরিকুল ইসলাম, শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম তাসনিম, দৌলাতুন নেছা, মনজুরুল মাহমুদ লিটু, মৌলুদা পারভিন ও রওশনারা খাতুন রুমা।
এবারের নির্বাচনে মোট ৫৩৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
জাগো/মেহেদী

