আসছে ঘূর্ণিঝড় ‘ফিনজাল’

আরো পড়ুন

দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে শুক্রবার (২৯ নভেম্বর) বিকেল ৩টায় ঘূর্ণিঝড় ‘ফিনজাল’-এ রূপ নিয়েছে। এর প্রভাবে শনিবার ও রোববার দেশের কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় সমুদ্রবন্দরগুলোকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে, গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে ১১.০ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮২.২ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছে। এটি আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে শনিবার (৩০ নভেম্বর) দুপুর নাগাদ উত্তর তামিলনাড়ু উপকূল অতিক্রম করতে পারে। তবে এর প্রভাব উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্রবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত নামিয়ে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর এবং গভীর সাগরে থাকা সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে না যেতে বলা হয়েছে।

জাগো/মেহেদী

আরো পড়ুন

সর্বশেষ