মালয়েশিয়ায় ভয়াবহ বন্যা, ৩ জনের মৃত্যু

আরো পড়ুন

মালয়েশিয়ায় টানা অতিবৃষ্টির ফলে সৃষ্ট ভয়াবহ বন্যায় আটটি রাজ্যের লক্ষাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত বন্যায় তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

শুক্রবার (২৯ নভেম্বর) ফ্রি মালয়েশিয়া টুডের এক প্রতিবেদনে দেশটির সরকারি সূত্রের বরাত দিয়ে জানানো হয়, চলতি বর্ষা মৌসুমে গত দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা হতে পারে।

সরকারি তথ্যমতে, এ পর্যন্ত ১ লাখ ৬ হাজার ৫০৫ জনকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কেলান্তান রাজ্য, যেখানে ৭২ হাজার ৩৬০ জনকে ২৬১টি আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।

তেরেঙ্গানু রাজ্যেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সেখানে ২৪ হাজার ৭৫৪ জনকে ১০৭টি আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।

এ ছাড়া কেদাহ, জোহর, নেগারি সেম্বিলান, সেলাঙ্গর, পেরলিস ও পেরাক রাজ্যের বিভিন্ন এলাকাও বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির তথ্যমতে, বন্যায় নিহতদের মধ্যে দুজন কেলান্তান এবং একজন তেরেঙ্গানুর বাসিন্দা।

উল্লেখ্য, মালয়েশিয়ার পূর্ব উপকূলীয় এলাকায় বর্ষা মৌসুমে, বিশেষত অক্টোবর থেকে মার্চের মধ্যে, বন্যা একটি সাধারণ ঘটনা।

 

আরো পড়ুন

সর্বশেষ