যশোরে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে যশোর শহরের দড়াটানা ভৈরব চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ শেষে একটি বিশাল মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে।
সমাবেশে হেফাজত নেতারা চট্টগ্রামে মসজিদে হামলা এবং আইনজীবী সাইফুল ইসলামের হত্যার প্রতিবাদ জানান। এছাড়া তারা ইসকনকে ‘হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন’ আখ্যা দিয়ে তাদের সন্ত্রাসী কার্যক্রম বন্ধের দাবি করেন। নেতৃবৃন্দ অভিযোগ করেন, ইসকনের কর্মকাণ্ড দেশের সম্প্রীতি নষ্ট করছে এবং বিদেশে অনেক দেশ ইতোমধ্যে এই সংগঠন নিষিদ্ধ করেছে।
সমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম যশোর জেলা শাখার সভাপতি মাওলানা আনওয়ারুল করীম যশোরী। এছাড়া বক্তব্য দেন সেক্রেটারি মাওলানা নাজির উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

