যশোরে ডিবি পুলিশের অভিযানে কিশোর গ্যাং চক্রের দুই সদস্যকে চাকুসহ আটক করা হয়েছে। আটককৃতরা হলেন উপশহর সারথী মিল এলাকার তরিকুল ইসলামের ছেলে তাসিন ইসলাম তৌহিদুল এবং উপশহর বি ব্লক এলাকার রমিজ মোল্লা।
ডিবি পুলিশের এসআই আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপশহর সারথী মিল এলাকায় একটি ইজিবাইক থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় তাদের কাছ থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আটককৃতরা কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। তারা ইজিবাইকসহ বিভিন্ন যানবাহন ভাড়া করে রাতে এলাকায় ঘুরে বেড়ায়। পরে সুযোগ বুঝে যাত্রীদের কাছ থেকে টাকা, গহনা ও অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়।

