চট্টগ্রামে আইনজীবী হত্যা: আদালতের কাজ বন্ধ, মানববন্ধনে খুনিদের ফাঁসির দাবি

আরো পড়ুন

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে নৃশংস হত্যার ঘটনায় আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো চট্টগ্রামের সব আদালতে কার্যক্রম বন্ধ রয়েছে। আইনজীবীরা কালো ব্যাজ ধারণ করে হত্যার প্রতিবাদ জানিয়েছেন এবং কোর্ট প্রাঙ্গণে মানববন্ধন করেছেন। বিভিন্ন সংগঠন হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি দাবি করেছে।

মানববন্ধন ও প্রতিবাদ

আজ দুপুরে চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামসহ বিভিন্ন সংগঠন মানববন্ধন করেছে। এতে চট্টগ্রামের বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরাও অংশ নেন। তাঁরা খুনিদের দ্রুত ফাঁসির দাবি জানান।

হত্যার পটভূমি

গত মঙ্গলবার দুপুরে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তারকৃত চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুরের পর তাঁকে কারাগারে পাঠানোর সময় তাঁর অনুসারীরা বিক্ষোভ শুরু করেন। আদালত ভবনের মূল ফটকের সামনে সংঘর্ষের এক পর্যায়ে আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়। এতে ১০ জন পুলিশ সদস্যসহ অন্তত ৩৭ জন আহত হন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি

নগর পুলিশের উপকমিশনার (প্রসিকিউশন) এ এন এম হুমায়ুন কবির জানিয়েছেন, সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ তিনটি মামলা করেছে। এসব মামলায় এ পর্যন্ত ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে হত্যার সঙ্গে জড়িত সাতজনকে শনাক্ত করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে হত্যার ঘটনায় আটজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আদালত প্রাঙ্গণের পরিবেশ

আজ সকালে আইনজীবীরা পতাকা অর্ধনমিত রাখেন এবং নিহত সাইফুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। অনেক আইনজীবী সাইফুলের সহানুভূতিশীল আচরণ ও পেশাদারিত্ব স্মরণ করেছেন।

এই হত্যাকাণ্ডের ঘটনাটি চট্টগ্রামের আইনজীবী সমাজে তীব্র ক্ষোভ ও শোকের জন্ম দিয়েছে। পরিস্থিতি শান্ত করতে ও ন্যায়বিচার নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আরো পড়ুন

সর্বশেষ