যশোরের ঝুমঝুমপুরে রিকশা চালকের ওপর চালানো নৃশংস এই ছিনতাইয়ের ঘটনা উদ্বেগজনক। চারজন দুষ্কৃতিকারীর সংঘবদ্ধ আক্রমণে গুরুতর আহত হয়েছেন রবিউল ইসলাম, যার অবস্থা বর্তমানে সঙ্কটাপন্ন। এই ঘটনাটি এলাকাবাসীর জন্য নিরাপত্তা শঙ্কা বাড়িয়ে তুলেছে।
স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত, যেন দুষ্কৃতিকারীরা দ্রুত ধরা পড়ে এবং এরূপ ঘটনা রোধ করা যায়। আহত রবিউল ইসলামকে যথাযথ চিকিৎসা দেওয়ার পাশাপাশি, তার পুনর্বাসনের ব্যবস্থাও করা জরুরি। এ ধরনের ঘটনা ভবিষ্যতে রোধে এলাকাবাসীর সঙ্গে প্রশাসনের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।
জাগো/মেহেদী

