যশোরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদের লিখিত পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে তিন যুবক আটক হয়েছেন। বুধবার সকালে যশোর ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—জামালপুরের সরিষাবাড়ি উপজেলার মিলন মিয়ার ছেলে শিপন মিয়া রাসেল (২২), শেরপুরের শ্রীবরদী উপজেলার ছাবর আলীর ছেলে শামীমুল হক (৩০) এবং নেত্রকোনা সদর উপজেলার জাহাঙ্গীর হোসেনের ছেলে সরোয়ার হোসেন (২৮)।
পুলিশ জানায়, পরীক্ষার দিন সকালে কেন্দ্রে প্রবেশের সময় প্রার্থীদের নাম-পরিচয় ও ছবি যাচাই করার সময় এ তিনজনের সন্দেহজনক আচরণ দেখা যায়। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, অর্থের বিনিময়ে অন্যদের হয়ে পরীক্ষা দিতে এসেছেন।
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

