আগামী ২৯ নভেম্বর শুক্রবার থেকে যশোরে শুরু হতে যাচ্ছে তাবলীগ জামাতের তিন দিনব্যাপী যশোর জেলা ইজতেমা। মাওলানা সাদ অনুসারীদের উদ্যোগে উপশহর মারকাজ মসজিদ প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হবে। আয়োজক কমিটির প্রধান এস এম ইয়ামিনুর রহমান জানিয়েছেন, ইজতেমার সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
ইজতেমা শুক্রবার ফজরের নামাজের পর আম বয়ানের মাধ্যমে শুরু হয়ে রোববার আখেরি মুনাজাতের মাধ্যমে শেষ হবে। মারকাজ মসজিদের মাঠসহ আশপাশের আরও দুটি মাঠে বিশাল প্যান্ডেল টানানো হয়েছে। মুসল্লিদের জন্য সুপেয় খাবার পানি, টয়লেট এবং সার্বক্ষণিক বিদ্যুতের ব্যবস্থা রাখা হয়েছে। আয়োজকরা আশা করছেন, যশোরের আটটি উপজেলা এবং আশপাশের এলাকা থেকে ৫০ থেকে ৬০ হাজার ধর্মপ্রাণ মুসল্লি এতে অংশ নেবেন।
শুক্রবার জুমার নামাজের পর বিশেষ বয়ান অনুষ্ঠিত হবে এবং প্রতিটি ওয়াক্ত নামাজ শেষে দেশি-বিদেশি আলেমরা হেদায়েতি বয়ান করবেন। রোববার সকাল ১০টায় হেদায়েতি বয়ান ও আখেরি মুনাজাতের মাধ্যমে ইজতেমার সমাপ্তি হবে। ইজতেমা থেকে ৬০টি চিল্লার জামাত বের হবে, যার মধ্যে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড এবং ভারতের পাঁচটি বিদেশি জামাত অংশ নেবে।
জাগো/মেহেদী

