শার্শায় বিএনপির সমাবেশে দু’গ্রুপে সংঘর্ষ, আহত ৭

আরো পড়ুন

যশোরের শার্শা উপজেলার গোড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বোমা বিস্ফোরণের ঘটনাও ঘটে। এতে অন্তত ৭ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৭ নভেম্বর) দুপুর ১টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, সমাবেশের আগে থেকেই পরিস্থিতি উত্তপ্ত ছিল। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শার্শা উপজেলা বিএনপির একটি অংশ বিকেল ৩টায় গোড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাবেশের আয়োজন করে। একই মাঠে প্রতিপক্ষ গ্রুপও সমাবেশের ঘোষণা দেয়। এর ফলে সোমবার থেকেই গোড়পাড়া এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। পরিস্থিতি বিবেচনায় সকালে সমাবেশ স্থলে পুলিশ মোতায়েন করা হয়।

তবে দুপুর ১টার দিকে বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসান জহির গ্রুপ, মফিকুল হাসান তৃপ্তি গ্রুপের সমাবেশ মঞ্চে হামলা চালায়। হামলায় মঞ্চ ও চেয়ার-টেবিল ভাঙচুর করা হয় এবং অন্তত ১২টি ককটেল বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মফিকুল হাসান তৃপ্তি গ্রুপের নেতাকর্মীরা অভিযোগ করেছেন, হামলায় তাদের ৭ জন আহত হয়েছেন। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে এবং তদন্তের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।

জাগো/মেহেদী,

 

আরো পড়ুন

সর্বশেষ